মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গাড়ি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগে উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাত ১টায় জোরারগঞ্জ থানা ও স্পেশাল পুলিশ গ্রেপ্তার করার পর গতকাল মঙ্গলবার সকাল ১১টায় তাকে আদালতে প্রেরণ করে।
এদিকে প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার অভিযোগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদি হয়ে শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ৮/১০টি মোটর সাইকেল যোগে চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮/১০ জন যুবক ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাকেসহ প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ ও কারখানায় কর্মরত স্টাফদের মারধর ও গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এসময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী জানান, শওকত আকবর সোহাগ দীর্ঘদিন ধরে শিল্পজোনে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। আমি বিস্তারিত ঘটনা এখনো জানি না। খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে চাঁদাবাজির অভিযোগ সত্য বলে আমার বিশ্বাস হয় না। তার অতীতে এ রকম কোনো রেকর্ড নেই।
চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী জানান, আমরা সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে শওকত আকবর সোহাগের বিষয়টি দেখছি। তবে দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারি নাই। এমনিতেই চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।