গাজা ভূখন্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হওয়ার মধ্যে নেতানিয়াহু এমন কথা বললেন। খবর বিডিনিউজের। ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তারা খান ইউনিসের অধিবাসীদেরকে সোমবার অবিলম্বে এলাকা খালি করে দিতে বলেছে। সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, তুমুল যুদ্ধ হচ্ছে। আমরা গাজার সব অংশ নিয়ন্ত্রণে নেব। তিনি গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে মুক্ত করাসহ হামাসকে বিনাশ করে পুরোপুরি জয় অর্জনের অঙ্গীকার করেছেন। একই সময়ে গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক উদ্বেগের মুখে নেতানিয়াহু সেখানে কিছু পরিমাণে ত্রাণ ঢুকতে দিতে বাধ্য হয়েছেন। দুই মাসের বেশি সময় ধরে গাজায় জারি তাকা ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল, এমনকি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।