নগরীতে ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশন ২৩ ও ২৪ মে

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম যৌথভাবে বাংলাদেশের ধ্রুপদী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। আগামী ২৩ ও ২৪ মে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠেয় অধিবেশনে বাংলাদেশের শ্রেষ্ঠ চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২৩ মে শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে রাজেন তরফদার পরিচালিত এবং উৎপল দত্ত, আনোয়ার হোসেন ও সন্ধ্যা রায় অভিনীত ‘পালংক’। এরপর সন্ধ্যা ৬.৪৫ প্রদর্শিত হবে আলমগীর কবির পরিচালিত বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, রাজশ্রী বসু, সিডনি অভিনীত ‘সূর্যকন্যা’। দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত ডলি আনোয়ার, রওশন জামিল, এটিএম শামসুজ্জামান, ইলোরা গহর অভিনীত ‘সূর্য দীঘল বাড়ি’ এবং সন্ধ্যা ৬.৪৫ এ জহির রায়হান পরিচালিত সুমিতা দেবী, খান আতাউর রহমান, সন্‌জীব দত্ত ও শবনম অভিনীত ‘কখনো আসেনি’ প্রদর্শিত হবে। অধিবেশন সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুল কনসার্ট গাইবে দেশের ১০ ব্যান্ড
পরবর্তী নিবন্ধ‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন