চন্দনাইশে দুই ভাইয়ের ৪টি গরু চুরি

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা থেকে ২ ভাইয়ের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ২ ভাই হলো ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে শাহ আলম ও মফিজুর রহমান।

স্থানীয়ভাবে জানা যায়, গত রোববার ভোররাতে চোরের দল পৌরসভার ৩নং ওয়ার্ডের হাজী সুলতান আহমদ সওদাগর বাড়ির মৃত ছিদ্দিক রহমানের বাড়িতে হানা দেয়। এসময় তার ২ পুত্র শাহ আলমের গোয়ালঘর থেকে ২টি এবং মুফিজুর রহমানের গোয়ালঘর থেকে ২টিসহ ৪টি গরু নিয়ে পালিয়ে যায় চোরেরদল। গরু ৪টির আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত শাহ আলম ও মফিজ জানান, আসন্ন কোরবানি ঈদে বিক্রি করে লাভবান হওয়ার আশায় গরু গুলো লালন পালন করছিলেন তারা। প্রতিদিনের ন্যায় গরু গুলো তারা গোয়ালঘরে বেঁধে রেখে বাড়িতে ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায়। ঘটনারদিন ভোররাতে বৃষ্টিপাত হওয়ায় তারা কিছুই বুঝতে পারেননি। ব্যাংক থেকে ঋন নিয়ে ও বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে গরুগুলো নিয়ে লালন পালন করছিলেন। চোরেরদল গরুগুলো চুরি করে নিয়ে যাওয়াতে তাদের মারাত্মক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চন্দনাইশে গরু চুরি বন্ধ ছিল। কোরবানি ঈদকে সামনে রেখে আবারো গরু চুরি শুরু হওয়ায় গরু লালন পালনকারী কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেছেন, গরু চুরি হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এব্যাপারে থানায় এখনো অভিযোগ দেয়া হয়নি। তারপরও গরু চুরির ব্যাপারে অনুসন্ধান শুরু করেছি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গ্রাম আদালতে তিন মাসে মামলা নিষ্পত্তির হার মাত্র ৫ শতাংশ
পরবর্তী নিবন্ধসাত দফা দাবিতে চবি ছাত্রশিবিরের বিক্ষোভ