নগরীর কোতোয়ালী থানাধীন তুলাতলী বস্তি এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. মহিন (২৬) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া ইউনিয়নের মহরম আলীর ছেলে। তিনি তুলাতুলী বস্তিতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, গোপন সংবারে ভিত্তিতে অভিযান চালিয়ে মহিনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে প্লাস্টিকে মোড়ানো প্যাকেটে ৬০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।