ভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা, একজন আটক

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুয়া বোর্ডিং পাস, টিকিট ও পাসপোর্টসহ অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে ওঠার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, সোমবার (গতকাল) বিকেলে আমান নামের ওই ব্যক্তি জাল বোর্ডিং পাস, টিকিট এবং পাসপোর্ট নিয়ে ডমেস্টিক টার্মিনাল থেকে কঙবাজারগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করছিলেন। তাকে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর বিডিনিউজের।

বিমান বন্দরের একজন কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি ভুয়া কাগজ দেখিয়ে এয়ারপোর্ট টার্মিনালে ঢুকে পড়েন।

এরপর দ্বিতীয় ধাপে বোর্ডিং কার্ডপ্রাপ্ত যাত্রীদের দেহ তল্লাশি করে যে কক্ষে অপেক্ষমান রাখা হয় তিনি সেখান পর্যন্ত পৌঁছে যান। উড়োজাহাজে ওঠার আগে বোর্ডিং কার্ড যাচাইয়ের সময় তার জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

পূর্ববর্তী নিবন্ধমাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধড. আ জ ম ওবায়েদুল্লাহর স্মরণসভা ও দোয়া মাহফিল আজ