ব্যাটারি রিকশা শহরের এক বড় ধরনের সমস্যা ও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের অলি গলি এমন কি প্রধান সড়ক তাদের দখলে। বাস কার সব ধরনের গাড়ির সাথে প্রতিযোগিতা দেয়। নেই কোন শৃঙ্খলা, নেই কোনো নিয়ম। এরা কাউকে পাত্তা দেয় না। কখন যে গায়ের উপর চলে আসে তা বুঝা মুশকিল। কিছু বললে আরও দশ কথা শুনিয়ে দেয়। এত তীব্র গতিতে চালায় সমস্ত গাড়িকে হার মানায়। যার জন্য প্রতিদিন অহরহ দুর্ঘটনা হয়ে অনেকে হাত পা কোমড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়ে পংগুত্ব জীবন যাপন করছে। হঠাৎ এই গাড়ির কেন এত উত্থান হলো। সরকার কি তা জানে না? এরা আইনকানুনের তোয়াক্কা করে না। মেয়র সাহেব অনেক সতর্ক করে নির্দেশনা দিয়েছেন কে কার কথা শুনে। ক্রমশ ব্যাটারি রিকশা যে হারে বেড়ে চলেছে তা আগামীতে সরকার কি আয়ত্বে আনতে পারবে? এত গতি সম্পন্ন তিন চাকা গাড়ির কোন লাইসেন্স বা প্রশিক্ষণ নাই। ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নেই। এক সময় শুনেছি সরকার মানবিক কারণে প্রতিবন্ধিদের জন্য মোটর বা ব্যাটারি রিকশার অনুমোদন দিয়েছিলেন। দিন দিন এই রিকশা বেড়েই চলেছে। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ যত দ্রুত সম্ভব এর আমদানি, তৈরী ও বিক্রি বন্ধ করুন এবং সড়কের শৃঙ্খলা ফিরে আনুন। জনগণের চলাচলের স্বস্তি ফিরে আনার ব্যবস্থা করুন। এতে করে সড়কের যানজট কমে আসবে দুর্ঘটনা কমে আসবে এবং বিদ্যুৎ চুরি বন্ধ হবে।
শরণংকর বড়ুয়া
চট্টগ্রাম।