হাটহাজারীতে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, আহত ২

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারীনাজিরহাট সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা একটি বাসে। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে আহত হয়েছে চালক ও সহকারী। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজিরহাটমুখী একটি সিমেন্ট বোঝাই ট্রাক হাটহাজারীনাজিরহাট সড়কের সরকারহাট বাজারের উত্তরপাশে দাঁড়িয়ে থাকা বাসকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। ফলে ট্রাক চালক ও সহকারী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপর দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর : ফারুকী
পরবর্তী নিবন্ধফুটপাত থেকে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ, দু ঘণ্টা পর বেদখল