শঙ্খে গোসলে নেমে যুবক নিখোঁজ

সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে এক যুবক। তার নাম মোহাম্মদ করিম (২১)। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে শঙ্খ নদীর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় অংশে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক কক্সবাজার জেলার উখিয়া ট্যাংখালি ক্যাম্প নং১৩ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

নিখোঁজ যুবক দেড় মাস আগে সাতকানিয়ার পূর্ব কাটগড় গ্রামের একটি মুরগির খামারে চাকরি নেন। ওই খামারের মালিক শাহেদ জানান, গতকাল দুপুরে ভাত খেয়ে বের হয় করিম। পরে স্থানীয় কয়েকজনের সাথে শঙ্খ নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অন্যরা কূলে উঠতে পারলেও করিম নদীতে তলিয়ে যায়।

স্থানীয়ভাবে জানা যায়, দুপুরে স্থানীয় ৩৪ জনের সাথে শঙ্খ নদীতে গোসলে নামে করিম। বেশ কিছুক্ষণ সাঁতরানোর পর বাকিরা কূলে উঠে আসলেও নদীতে তলিয়ে যান তিনি। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাতা জাল নিয়ে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম নগরী থেকে আসা একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ যুবক করিমের সন্ধান পাওয়া যায়নি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, শঙ্খ নদীতে যুবক নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। রাতের মধ্যে তাকে পাওয়া না গেলে মঙ্গলবার (আজ) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহা খুঁজতে কর্ণফুলীতে ডুব দিয়ে তিনি এখনো উঠেননি
পরবর্তী নিবন্ধএস আলমসহ ৬৮ জনের নামে দুই মামলা