সিইপিজেডে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ৯ ঘণ্টা সড়ক অবরোধ

যানজটে কর্মজীবী মানুষের দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বকেয়া বেতন ও ঈদুল ফিতরের বোনাসের দাবিতে চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানা এম এস মোডিস্ট (সিইপিজেড) লিমিটেডের শ্রমিকরা গতকাল সোমবার দুপুরের পর থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশ্বাসের প্রেক্ষিতে রাত ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার শ্রমিকদের বকেয়া বেতনবোনাস পরিশোধের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে চলে গেছেন।

এর আগে এই পোশাক কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিক সকাল ৮টা থেকে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে তারা ইপিজেড মোড়ে নেমে এসে রাস্তা অবরোধ করেন। এর ফলে নগরীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগাস্তিতে পড়েন শত শত নারীশিশুসহ অসংখ্য মানুষ।

এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দুপুরের পর থেকে রাত পর্যন্ত প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এ ব্যাপারে চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ রাত ১০টায় আজাদীকে জানান, আমরা মালিকের সাথে কথা বলেছি, ব্যাংকের সাথে কথা বলেছি। আশা করছি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে সমাধান হয়ে যাবে। এখন ব্যাংকের বিষয়। তাদেরও তো কিছু বিষয়আশয় থাকে। শ্রমিকদেরকে আমরা বুঝিয়ে এখন পাঠিয়ে দিয়েছি।

খবর নিয়ে জানা গেছে, শ্রমিকদের বিক্ষোভে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) স্বাভাবিক জীবনযাত্রা। নগরীর আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাওয়া বাসের যাত্রী সালেহা বেগম বলেন, আসার পথে পুরো এক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছি। রিকশাও চলছে না, গাড়ি তো দূরের কথা। ছোট বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট হচ্ছে।

জামালখান থেকে অফিস শেষ করে বিকেলে কাটগড় বাড়িতে ফিরছিলেন মো. মনির উদ্দিন। বিকেল ৫টায় বারিক বিল্ডিং মোড়ে পৌঁছে ৩ ঘণ্টা গাড়িতে আটকে থাকার পর অবশেষে হেঁটে বাড়ি পৌঁছেছেন বলে জানান তিনি।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস এখনো পরিশোধ করেনি। গত রবিবার তারা কর্মবিরতি পালন করেন। এরপর বেপজা, শিল্প পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মালিকপক্ষ রোববারের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত কোনো ঘোষণা না আসায় শ্রমিকেরা ফ্রিপোর্ট মোড়ে অবস্থান নেন। আবদুল হাই ও রফিক নামে দুই শ্রমিক বলেন, রমজানের ঈদ চলে গেল, এখনো বেতন পাইনি। মালিক শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আজও না পেলে আমরা রাস্তাতেই থাকব।

এদিকে রাস্তা অবরোধের কারণে আগ্রাবাদ, বন্দরের বিভিন্ন এলাকা, বেপজা সংলগ্ন রাস্তাসহ বিস্তৃত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, মালিকপক্ষ দাবি পূরণে দ্রুত উদ্যোগ না নিলে শ্রমিক অসন্তোষ আরও বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধনাটকীয় জয় আমিরাতের
পরবর্তী নিবন্ধলোহা খুঁজতে কর্ণফুলীতে ডুব দিয়ে তিনি এখনো উঠেননি