বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, সামাজিক কাজের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদত, যা সমাজের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রাখে। গতকাল সন্ধ্যা ৭ টায় দেওয়ান বাজারস্থ (বিআইএ) মিলনায়তনে থানা সমাজ সেবা বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, শিক্ষক থানা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, চান্দগাঁও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।