চুয়েট স্কুল অ্যান্ড কলেজে গল্প আহরণ প্রতিযোগিতা

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় অধ্যক্ষ রুনু মজুমদারের পৃষ্ঠপোষকতায় গত ১৩ মে চুয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষার্থীদের গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনি বই) থেকে ‘পণ্ডিত বীরবল’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক মনিষা দাশ গুপ্তা। শিক্ষক মিছবাহুন নিছা ও শর্মিষ্ঠা চৌধুরী পরপর দুইবার গল্পটি শিক্ষার্থীদের পাঠ করে শোনান। এরপর স্মৃতি থেকে বলা প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগী মাহতাবুল ইসলাম, ইবনা আনাউম, ইন্দ্রজিৎ ঘোষ ও তাসমিয়া করিম।

বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মাহতাবুল ইসলাম। ২৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। সমাপনী বক্তব্য দেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামি কারাগারে
পরবর্তী নিবন্ধকাল আইআইইউসির ট্রাস্ট সদস্য ড. ওবায়েদুল্লাহর স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠান