ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বিয়ের তিন মাসের মাথায় না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজারের উখিয়ার সৌদি প্রবাসী যুবক মোঃ জুনাইদ (২৪)।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার কোট বাজার স্টেশনের উত্তর পাশে চৌধুরীপাড়া বটতলী রাস্তার মাথায় মিনি ট্রাক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। তিনি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পাগলীর বিল ছায়াখোলা এলাকার হাবিব উল্লাহর পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার মুখে মোহাম্মদ জুনাইদের মোটরসাইকেল ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
হাইওয়ে থানার পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহতের প্রতিবেশী জয়নাল আবেদীন জয় জানান, মোহাম্মদ জুনাইদ সৌদি প্রবাসী। মাত্র ৩ মাস আগে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।