চকরিয়ায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবি, প্রবাসীকে মারধরের অভিযোগ

বাড়ির নির্মাণ কাজে বাধা

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সবুজবাগ এলাকায় এক দুবাই প্রবাসী বৈধভাবে একখণ্ড জমি কিনে চতুর্দিকে বাউন্ডারি দেন। সেই বাউন্ডারির ভেতর বর্তমানে চলছে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ। এ নিয়ে চাঁদাবাজরা তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেই দুবাই প্রবাসীকে বাড়ি নির্মাণ কাজে বাধা দেওয়া ছাড়াও মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগী দুবাই প্রবাসী মমতাজ উদ্দিন আকতার বাদী হয়ে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মারধরসহ চাঁদাবাজির ধারায় পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু করেন সম্প্রতি। আদালত প্রবাসীর অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের শাহেদ মোহাম্মদ নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম, আলমগীর আলম, শামসুল আলম লিটন ও নেজাম উদ্দিন।

এদিকে অভিযোগ করা হয়েছে, এ মামলা রুজু করায় ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার দুপুরে ফের হামলা চালানো হয় বাড়ি নির্মাণস্থলে। সেখানে প্রবাসীকে শারীরিকভাবে মারধর করে হুমকি দেওয়া হয় মামলা তুলে নিতে। একইসাথে তাদের দাবিকৃত ১০ লক্ষ টাকাও দ্রুত পরিশোধ করতে, তা না হলে এখানে বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না মর্মে শাসিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী দুবাই প্রবাসী মমতাজ উদ্দিন আকতার বলেন, ‘আমার স্থায়ী বাড়ি হচ্ছে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবেশ কাটার মকবুলাবাদ। চকরিয়া পৌরশহরের সবুজবাগ এলাকায় ৮ শতাংশ জায়গা ক্রয় করেছি। নামজারি জমাভাগ খতিয়ান সৃজন এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদনও নিই।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক প্রবাসীর অভিযোগ তদন্ত করে দেখা হবে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় সিসি ক্যামেরায় ধারণ করা কিছু ফুটেজও সংগ্রহ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শাহেদ মোহাম্মদ নাছির উদ্দিন জানান, ‘তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধটেক্সিকে বাঁচাতে গিয়ে ট্রাক খাদে, আহত ৪
পরবর্তী নিবন্ধভারত ৪০ জন রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেয়ায় জামায়াতের নিন্দা