১ জুলাই থেকে আর জাপানে যাবে না বিমান

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট চালানো বন্ধ রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকানারিতাঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।

যে যাত্রীরা ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকেট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। খবর বিডিনিউজের।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকানারিতা ফ্লাইট চালু করে বিমান। দেড় বছরের মাথায় তা বন্ধ হতে চলায় ঢাকা থেকে বিমানে করে সরাসরি জাপানে যাওয়ার আর কোনো উপায় থাকল না। ঢাকানারিতা রুটে বিমান ফ্লাইট চালাতে শুরু করে ১৯৮১ সালে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকাটোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। সেই রুটও কিছুদিন পরে বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধস্কুলমাঠে পশুর হাট বসতে দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধএক সড়কে হাজারো শিক্ষার্থীর ভোগান্তি!