মীরসরাইয়ে নিখোঁজের পর পুকুরে মিলল শিশুর মরদেহ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে পুকুর থেকে মো. আবির হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল গ্রামের শফি ড্রাইভারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবির ওই বাড়ির আনোয়ার হোসেনের পুত্র। সে স্থানীয় একটি নুরানী মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, শিশু আবিরকে হটাৎ দেখতে না পেয়ে গতকাল দুপুর ১টা থেকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও বাড়ির লোকজন। বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. সেলিম উদ্দিন বলেন, আমার পাশের বাড়ির আনোয়ারের ছেলে নিখোঁজের পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১০টায় জানাজা শেষে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতিন বন্ধু নামলেন সাগরে, স্রোতে তলিয়ে গেলেন একজন