সীতাকুণ্ডে সাগরে নিখোঁজ কিশোর সিফাতের লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ১:৩৯ অপরাহ্ণ

সীতাকুণ্ড সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার সাগরে নিখোঁজ হওয়া সিফাতের লাশ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।

আজ (১৮ মে) সকাল আনুমান ১০ টার দিকে কিশোর সিফাতের লাশ ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৪ শত গজ দূর থেকে উদ্ধার করা হয়।

এদিকে সিফাতের বাবা মোঃ আমান উল্লাহ বলেন, সিফাতরা ৩ ভাই ও ১ বোন। তাদের মধ্যে সিফাত সবার বড়। এলাকার ছেলেদের সাথে কাজ করার উদ্দেশ্যে সে কক্সবাজার থেকে সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া চলে আসে। এখন তার লাশ নিয়ে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো।

অপরদিকে কুমিরা নৌ পুলিশের এসআই আব্দুল ওয়াহেদ বলেন, আমরা ঘটনার দিন বাঁশবাড়িয়া এলাকায় এসে সাগরে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি সিফাতকে। আজ সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সিফাতকে উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, আমরা প্রথম দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিফাতকে উদ্ধারে সাগরে অনেক অভিযান চালানো হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তখন উদ্ধার কার্যক্রম করা আর সম্ভব হয়নি। আজ রবিবার আবারো সকাল সাড়ে ৬টার দিকে সাগরে অভিযান চালানো হয়।

সর্বশেষ আজ ১০টায় বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে অন্তত সাড়ে ৪০০ থেকে ৫০০ গজ দূরে নিখোঁজ শিফাতকে উদ্ধার করতে আমরা সক্ষম হই।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর অনুমতিক্রমে এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা নিহত কিশোর সিফাতের লাশ তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয় ।

শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকার ছেপাটখালির মোঃ আমান উল্লাহ’র ছেলে সিফাত সাগরে গোসল করতে গিয়ে সাগরের উত্তাল জোয়ারে ভাটার টানে পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

এরপর সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে কুমিরা ফায়ার সার্ভিসের আগ্রাবাদ থেকে আসা ডুবুরি ইউনিট নিখোঁজ সিফাত কে উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান কিশোর সিফাত গত ৮ দিন আগে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা এসে সড়কের নির্মাণের কাজে প্রতিদিন ৬০০ টাকা মজুরিতে ঢালাইয়ের কাজে অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধসিমেন্ট নিয়ে কর্মশালা, সেমিনার
পরবর্তী নিবন্ধচিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ