সিমেন্ট নিয়ে কর্মশালা, সেমিনার

এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের আয়োজন

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, বর্তমান বিশ্বে নির্মাণ কাজের গুরুত্বপূর্ণ উপাদান সিমেন্ট। এ সিমেন্ট শিল্পের অগ্রগতির পেছনে বেসরকারি কারিগরদের অবদান অনেক। এ শিল্পের আরো অগ্রগতির জন্য সুসংগঠিত গবেষণা প্রয়োজন। গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে ‘লাইফ সাইকেল অফ সিমেন্ট ইন কনস্ট্রাকশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ নির্মাণে আস্থা অর্জনের লক্ষ্যে’ এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান এবং সিডিএ বোর্ড সদস্য ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম, চুয়েটের পুরকৌশল ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডিন ও অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান ও অধ্যাপক ড. আয়েশা আখতার, চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম এবং চুয়েটের স্থাপত্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও সহযোগী অধ্যাপক আর্কিটেক্ট ও প্ল্যানার কানু কুমার দাস।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, কেউ যদি একটি ঘর তৈরি করতে চায়, অবশ্যই সিমেন্টের দরকার হবে। সিমেন্ট ঘর তৈরির অন্যান্য উপকরণকে একত্রিত করে জোড়া লাগানোর কাজ করে, বন্ধন তৈরি করে। তিনি বলেন, সামাজিকভাবে যদি আমরা বন্ডিং ঠিক রাখতে না পারি, তাহলে দেশ এগোবে না। আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে।

কর্মশালার উদ্দেশ্য ছিল সিমেন্টভিত্তিক নির্মাণের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা। এর মধ্যে রয়েছে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, ভাঙন এবং পরিবেশগত প্রভাব। নির্মাণ এবং পুরকৌশল খাতের পেশাদার, শিক্ষাবিদ এবং অংশীজনদের জন্য টেকসই অনুশীলন, উদ্ভাবনী প্রযুক্তি এবং জীবনচক্র মূল্যায়ন সরঞ্জাম অন্বেষণের জন্য এটি একটি মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। কর্মশালার বিভিন্ন সেশনে সিমেন্ট কনস্ট্রাকশনের লাইফ সাইকেল নিয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারীদের পক্ষ থেকে গ্রুপ প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে নির্মাণ খাতের সাথে জড়িত প্রকৗশলীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অভিমন্যু সাহা। কর্মশালা সমন্বয় করেন ড. সুদীপ কুমার পাল, ইঞ্জিনিয়ার ভাস্কর চৌধুরী, ইঞ্জিনিয়ার লিটন কুমার শর্মা ও আর্কিটেক্ট কানু কুমার দাস। সেমিনারে ড. জি এম সাদিকুল ইসলাম ‘ফ্রম ক্রেডল টু কনক্রিট : ট্রেসিং দ্য লাইফ সাইকেল অফ সিমেন্টিসিয়াস মেটেরিয়ালস’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিৎ কুমার সাহা। পরে কর্মশালায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছাশক্তি থাকলেই সেবার গুণগত মান বাড়ানো সম্ভব
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগরে নিখোঁজ কিশোর সিফাতের লাশ উদ্ধার