আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে

উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের সম্মেলনে শাহজাহান চৌধুরী

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, কোরআনের সাথে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। জামায়াতে ইসলমীর সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। অসহায় মানুষকে আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা এদেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিবো। ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আল জাবের ইনস্টিটিউটে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

গত ১৬ মে ওয়ার্ড জামায়াতের আমীর ইমরানুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মাকছুদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মহানগরী সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, ডবলমুরিং থানার আমির ফারুকে আজম, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজি, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক নেতৃত্ব হবে সাহসী ও আপোষহীন
পরবর্তী নিবন্ধইচ্ছাশক্তি থাকলেই সেবার গুণগত মান বাড়ানো সম্ভব