রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনজন বৈদ্যের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. আরিফুল হাসান চৌধুরী মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি শওকত হোসাইন। বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি আবদুল মান্নান শাহ, অভিভাবকদের পক্ষে নেজাম উদ্দিন চৌধুরী, খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কামরুল হাসান।
শিক্ষার্থী নাহিদ সাদমানের কুরআন তিলাওয়াত এবং মাওলানা মুহাম্মদ সোলায়মানের ইসলামী সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এদিন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে পৃথক সমাবেশ করা হয়।
সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখা এবং নৈতিক আচার আচরণ যেন আরো ভালো হয় সেই বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীর প্রাত্যহিক পড়া ও বাড়ির কাজ সম্পর্কে নিয়মিত তদারকি করার জন্য অভিভাবকদের তাগিদ দেয়া হয়। শিক্ষার্থীরা কিভাবে মানুষের মতো মানুষ হবে ও সমাজের ভালো কাজে নিজেকে যুক্ত করবে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।