চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল শনিবার আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি এবং চিটাগং ইউথ ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১ উইকেটে সিসিএ একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে সিসিএ একাডেমি ১৭.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। জবাবে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে নেয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির রিয়াদ। সে ১৯ বলে ৩২ রান এবং ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করে। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাবেক ফুটবল খেলোয়াড় মোহাম্মদ সোহেল। দিনের দ্বিতীয় খেলায় চিটাগং ইউথ ক্রিকেট একাডেমি ৯০ রানে মিরসরাই ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। চিটাগং ইউথ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। জবাবে মিরসরাই ক্রিকেট একাডেমি ১৭.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে মাত্র ৮২ রান তুলতে সমর্থ হয়। চিটাগং ইউথ ক্রিকেট একাডেমির আজওয়াথ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। সে ২৩ রান এবং ১৩ রান দিয়ে ২ উইকেট লাভ করে। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চিটাগং ইউথ ক্রিকেট একাডেমির হেড কোচ ও সাবেক খেলোয়াড় মাহফুজুর রহমান পল্লব।