হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা ফুটবল লিগে ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি জয়লাভ করেছে। গতকাল ১৭ মে শনিবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হাটহাজারী ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি ১– গোলে ফতেয়াবাদ আলীফ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১৭ মিনিটের সময় ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সাকিবের দেওয়া গোলে তারা এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে ফতেয়াবাদ আলীফ ফুটবল একাদশ বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। এদিকে ফরহাদাবাদ গোল ব্যবধান বাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও তাদের স্ট্রাইকাররা গোল করতে পারেননি। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সাকিব। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মজিবুল আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আছলাম মোর্শেদ,আব্দুল মান্নান দৌলত,খোরশেদ আলম শিমুল,যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. শরীফ হোসেন,জাগৃতির সভাপতি মো. ওসমান, সাধারণ সম্পাদক সোহেল রানা, খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী মানিক,বর্তমান সভাপতি সেলিম উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী,কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু,বর্তমান সভাপতি মো. ওসমান, খেলোয়াড় সমিতির প্রচার সম্পাদক তাসিফ মনি প্রমুখ।