তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম, গঠনতন্ত্রে অসঙ্গতি ও আর্থিক দুর্নীতির অভিযোগে আবার বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেছে দুদকের একটি দল। মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে আসে দুদকের চার সদস্যের দল। গত মাসেও দুই দফায় বিসিবিতে অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। প্রায় তিন ঘণ্টা ধরে বিভিন্ন বিভাগ থেকে নথিপত্র সংগ্রহ করে কিছু অসঙ্গতি পাওয়ার কথা বলেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আরও লম্বা সময় ধরে চলতে পারে এই প্রক্রিয়া।