২০০২ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষ লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ২–১ গোলে হেরে গেলে, তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পায় সাদাকালোরা। চ্যাম্পিয়ন মোহামেডানের পয়েন্ট এখন ৩৮। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তাদের লক্ষ্য এখন রানার্স আপ হওয়া।