উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ছে

জেনারেল হাসপাতালের সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ডা. অং সুই প্রু মারমা বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অন্ততঃ একচতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ, বিশেষ করে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর ও ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এর থেকে স্ট্রোক ও মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুর আশংকা থাকে। স্ট্রোক থেকে অন্ধত্ব, শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন প্রতিরোধে জীবনধারা পরিবর্তন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

গতকাল শনিবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগ আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে আলোচনা সভার পূর্বে ‘আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, এটি নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাসপাতাল থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তানার্স ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন। এর পর কেক কেটে দিবসটির উদ্বোধনের পাশাপাশি কর্মকর্তাকর্মচারীদের ফ্রি হেলথ চেকআপ ও হার্ট ফেইলিওর ক্লিনিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. একরাম হোসাইন। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রাশেদুল হাসান, ডা. কিশোয়ার নাসরিন জলি, কনসালটেন্ট ডা. মো. ইমতিয়াজ উদ্দিন, ডা. বোরহান উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন। সভাপতির বক্তব্যে ডা. আবদুল মন্নান বলেন, হাইপারটেনশন সম্পর্কে সব চিকিৎসকের জ্ঞান থাকতে হবে। যে রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সে রোগীকে কত পর্যন্ত ব্লাড প্রেশার রাখা লাগবে তা অবশ্যই চিকিৎসককে জানতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাইপারটেনশন একটি সাইলেন্ট কিলার। বেশিরভাগ ক্ষেত্রে হাইপারটেনশনের কোনো লক্ষণ থাকে না। সিএসসিআর : বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াকের যৌথ উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী সিএসসিআর ভবনে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের মধ্যে সম্ভাব্য উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্তদের জন্য স্ক্রিনিং, বিনামূল্যে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বল্পমূল্যে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসা সেবা কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক, সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল, ডা. শামীম আল মামুন, ডা. আকরাম হোসেন, ডা. সাইফ উদ্দিন আজাদ এবং ডা. মুজিবুল হক। এ উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ডা. মোরসেদুল করিম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণকে সর্বজনীন উন্মুক্ত পরিসর ঘোষণা করতে হবে