১৭নং সড়কের চালক ও শ্রমিকদের মানববন্ধন, চাঁদাবাজি বন্ধের দাবি

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকার বশিরুজ্জামান চত্বর থেকে টাইগার পাস পর্যন্ত ১৭নং সড়কে চলাচলরত অটোটেম্পু থেকে নতুন করে বেপরোয়া চাঁদাবাজি এবং চালক ও শ্রমিকদের উপর হামলার অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগী চালক ও শ্রমিকরা। ১৭ মে (শনিবার) বিকালে নতুন ব্রীজ এলাকার বশিরুজ্জামান চত্বরে ১৭নং সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ভুক্তভোগী চালক ও শ্রমিকরা জানান, অটোটেম্পু থেকে নতুন করে বেপরোয়া চাঁদাবাজি চলছে। স্থানীয় পুলিশ দিয়ে চালক ও শ্রমিকদের হয়রানি বন্ধসহ সংগঠনের নানা অনিয়ম তুলে ধরেন তারা। মানববন্ধনে রুবেল, আলী, ইমন, সালামসহ ১৭নং সড়কে চলাচলরত অটোটেম্পু চালক ও সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিকরা ৬ দফা দাবি পেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড.আ জ ম ওবায়েদুল্লাহ স্মরণ সভা ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা