চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণকে সর্বজনীন উন্মুক্ত পরিসর ঘোষণা করতে হবে

সমাবেশ ও মানববন্ধনে প্রফেসর সিকান্দার খান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

বাসযোগ্য নগরীর অন্যতম বৈশিষ্ট্য উন্মুক্ত পরিসর। চট্টগ্রাম নগরে উন্মুক্ত পরিসর জনসংখ্যার অনুপাতে অনেক কম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম সার্কিট হাউজ চত্বরে হাসপাতাল কিংবা অন্য যেকোনো স্থাপনা নির্মাণের পাঁয়তারা বন্ধ করে প্রাঙ্গণটিকে সবুজাচ্ছাদিত জনউন্মুক্ত পরিসর হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জনস্বার্থে উক্ত স্থানকে প্রাকৃতিক নগরসম্পদ হিসেবে সর্বজনীন সবুজ উন্মুক্ত পরিসর ঘোষণা করে নগরীর বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।’

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), এসডিজি ইয়ুথ ফোরাম, আইওয়াইসিএম, ১ টাকায় বৃক্ষরোপণ, ইকো ফ্রেন্ডসসহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনসমূহের উদ্যোগঅংশগ্রহণে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি প্রফেসর মু. সিকান্দার খান উপরোক্ত দাবি জানান।

লায়ন ইঞ্জিনিয়ার মুজিবর রহমানের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। ১ টাকায় বৃক্ষরোপণ’র সভাপতি শেখ আব্দুল্লাহ্‌ ইয়াছিনের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাফর আলম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নাজিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া, মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান, বাংলাদেশ অর্থনীতি সমিতি, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের, বীর মুক্তিযোদ্ধা ও কর্ণফুলী গবেষক ড. ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকৌশলী শহিদুল আলম, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ. ম বখতিয়ার, থ্রি জিরো ক্লাবের সাপোর্ট পার্সন ড. মুহাম্মদ কামাল উদ্দিন, আমরা চাটগাঁবাসীর সাধারণ সম্পাদক এবিএম ইমরান, সাংবাদিক কামরুল হুদা, পরিবেশকর্মী তসলিমা মুনা, হক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, আইওয়াইসিএম চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান, সমাজকর্মী এম এ জলিল, স্থপতি বিজয় তালুকদার, শামসুদ্দিন শামসু, লিও ক্লাব অব চিটাগং গ্রীণ সিটির সাধারণ সম্পাদক আবিরুল হক আবির, সায়হাম মাহমুদ, মো মুমিনুল ইসলাম, কৃষি গবেষক মো. জহিরুল ইসলাম, সৈয়দ মো. আশফাক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ছে
পরবর্তী নিবন্ধনগরীর স্বাস্থ্য সেবায় নাগরিক উদ্যোগ প্রশংসনীয়