সিআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

সিআইইউতে আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস’ গত ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। সিআইইউ স্কুল অব ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাবের উদ্যোগে ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ২০টি দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ভয়েস অব সিআইইউ’। রার্নাস আপ হয় টিম ‘রিট ওয়ারিয়র্স’।

চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন, সাব্বির আহমেদ, নুরুল আবসার ও শেখ আব্দুল্লাহ্‌ ইয়াছিন। এতে সেরা বিতার্কিক নির্বাচিত হোন শেখ আব্দুল্লাহ্‌ ইয়াছিন ও রাইজিং ডিবেটর অন্তরা আউবা।

২দিনব্যাপী এই আয়োজনের গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ল’ স্কুলের সহকারী ডিন নাজনীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। আরিফা আক্তার ও সৈয়দা তারান্নুম আলামিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চবি আইন বিভাগের প্রফেসর সায়েদ আহসান খালিদ। উপস্থিত ছিলেন কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড ড. আসিফ ইকবাল, একাউন্টটিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী, আইন বিভাগের সহকারী প্রফেসর আসমা আল আমিন, বিজনেস স্কুলের সহকারী প্রফেসর সায়েদ হোসেন, স্কুল অব ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাবের মডারেটর নায়েম হোসেন তালহা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ চট্টগ্রামের জোনাল হেড জুয়েল চৌধুরী।

প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন বর্ষের ২০টি দল।

যেখানে মোট ৬০ জন বিতার্কিক প্রতিযোগিতায় অংশ নেন। এর আগে ব্যাটেল অফ মাইন্ডসের আয়োজন উপলক্ষে ৭ মে প্রিডিবেট ওয়ার্কশপ, ১২ মে প্রিলিমিনারি রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাবিপ্রবি’তে আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভালের টেকনিক্যাল সেশন
পরবর্তী নিবন্ধচলন্ত অবস্থায় ভাঙল সংযোগ হুক, বগি ফেলে ছুটল ট্রেনের ইঞ্জিন