রাবিপ্রবি ও বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি) এর দ্বিতীয় দিন গতকাল শনিবার টেকনিক্যাল সেশন শুরু হয়।
টেকনিক্যাল সেশনসমূহের চেয়ার ও কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন প্রফেসর ড. তোফাজ্জল ইসলাম, ডা. মো. বয়জার রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযু্কি্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হোসাইন উদ্দিন শেখর ও রাবিপ্রবি’র ফরেস্ট্রি অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, প্রফেসর ড. সালমা আহমেদ, কর্নেল ড. জামাল পাশা চৌধুরী, ড. দিলরুবা আহমেদ, ড. মো. লতিফুল বারী, প্রফেসর ড. কাজী নাদিম হাসান, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, রাবিপ্রবি’র উপাচার্য ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, অধ্যাপক মোসা. হাবিবা, প্রফেসর ড. মো. আবদুল খালেক, ড. শ্রাবন্তী সাহা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, ড. সুপ্রিয় চাকমা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মজিদ, অধ্যাপক জনাব ধীমান শর্মা। গতকাল ৮৪টি গবেষণাপত্র উপস্থাপন করেন গবেষকবৃন্দ।
কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য দেন, ডা. চন্দন কুমার রায়। রাবিপ্রবি’র উপাচার্য ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত গবেষকদের প্রতিষ্ঠানে কিংবা ল্যাবে রাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ সৃষ্টি ও সহযোগিতার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।