লোহাগাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মনসুর আলী (২৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনসুর উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা টেকের দোকান এলাকার নজির আহম্মেদের পুত্র। পুলিশ জানায়, ইয়াবা ট্যাবলেট বিক্রির সংবাদে অভিযান পরিচালনা করে মনসুর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কারবারির কাজে ব্যবহৃত তার একটি পিকআপে তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার মনসুর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার (গতকাল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।