পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ দিন : তারেক রহমান

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার রাতে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। খবর বিডিনিউজের।

তিনি বলেন, লোভলাভের প্রলোভনমুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে, এই প্রত্যাশা রাখছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে বিএনপিসহ কয়েকটি দল দ্রুত জাতীয় নির্বাচন দাবি করে আসছে।

নির্বাচনের পথনকশা চেয়ে ১৬ এপ্রিল বিএনপি নেতারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক থেকে বেরিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের তারা ‘সন্তুষ্ট’ হতে পারেননি।

নির্বাচনের পথনকশার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান বলেন, বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেভাবে সাড়া দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধজাতিতাত্ত্বিক জাদুঘর : আধুনিকায়নের অপেক্ষায় ঐতিহ্যের সংগ্রহশালা
পরবর্তী নিবন্ধকোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়