সাতকানিয়ায় মৎস্যজীবী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মৎস্যজীবী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোসাতকানিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোজাম্মেল হক ভোলা (৩৯) ও চরতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানুল হাসান (৩০)। গতকাল শনিবার সকালে সাতকানিয়া পৌরসভার আশেকর পাড়া এলাকায় রেললাইন থেকে মোজাম্মেল হক ভোলা ও সাতকানিয়া সদরের জুমা মসজিদ এলাকা থেকে ইমরানুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোজাম্মেল হক ভোলাকে গ্রেপ্তার করে। তিনি সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আশেকর পাড়ার মৃত রফিক আহমদের পুত্র। অন্যদিকে সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে চরতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানুল হাসানকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোজাম্মেল হক ভোলা ও চরতি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরানুল হাসান মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধএই সরকারের একমাত্র ম্যান্ডেট সাধারণ নির্বাচন করা : সালাহউদ্দিন আহমদ
পরবর্তী নিবন্ধগায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরা হলো না যুবকের