সোনাদিয়ার পর ঘটিভাঙা এলাকায় আরও তিনটি চিংড়ি প্রজেক্ট উচ্ছেদ

ভাঙা হবে অবৈধ চিংড়ি ঘেরের ৯৫ কিমি বাঁধ

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৩৪ পূর্বাহ্ণ

ভূমি মন্ত্রণালয় বিগত সরকারের আমলে ইকো ট্যুরিজম প্রকল্পের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেয়া সোনাদিয়া ও তৎসংলগ্ন এলাকার ৩টি মৌজার ৯৪৭৬ একর উপকূলীয় ভূমির বন্দোবস্ত বাতিল করেছে। এর পরপরই মহেশখালী উপজেলা প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে গত দুই দিনে ৬টি চিংড়ি প্রকল্প উচ্ছেদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে। গত শুক্রবার সোনাদিয়ায় অভিযানে ৩টি চিংড়ি প্রকল্প গুঁড়িয়ে দেয়ার পর গতকাল শনিবার পৃথক অভিযানে ঘটিভাঙা এলাকায় তিনটি চিংড়ি প্রজেক্ট উচ্ছেদ ও একটি গাম বোট, একটি মোটরসাইকেলসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ জানান, শুক্রবার সোনাদিয়া দ্বীপে অভিযানের পর শনিবার পার্শ্ববর্তী এলাকা ঘটিভাঙায় অবৈধ চিংড়ি ঘোনায় যৌথ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে অভিযানে বাংলাদেশ নৌ বাহিনী, মহেশখালী থানা, কোস্টগার্ড মহেশখালী কন্টিনজেন্ট ও বন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে ঘটিভাঙা এলাকায় ৩টি অবৈধ চিংড়ি ঘেরের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে স্লুইচগেট ধ্বংস করা হয়। এ নিয়ে গত দুই দিনে মোট ৬টি চিংড়ি প্রকল্প উচ্ছেদ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে ঘোনায় কর্মরত অবৈধ দখলদার ও শ্রমিকরা পালিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত দা, সোলার প্যানেল, একটি মোটরসাইকেল ও একটি গামবোট জব্দ করা হয়েছে। ইউএনও আরো জানান, উচ্ছেদ অভিযান চলাকালে সামপ্রতিক সময়ে ম্যানগ্রোভ ফরেস্টের প্যারাবন কেটে তৈরিকৃত চিংড়ি ঘেরের মোট ৯৫ কি.মি. অবৈধ বাঁধ চিহ্নিত করে ওই বাঁধ ভাঙার জন্য প্রাক্কলন তৈরি করে বরাদ্দ চাওয়া হয়েছে। এ পরিমাণ বাঁধ উচ্ছেদে প্রায় ৫ কোটি টাকা খরচ হতে পারে। বরাদ্দ পেলে সব উচ্ছেদ করা হবে।

ইউএনও জানান, সোনাদিয়া দ্বীপ মহেশখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। জোয়ারের সময় ব্যতীত অন্যসময় ওই স্থানে যাওয়া আসা বেশ কষ্টসাধ্য। এজন্য সবসময় সেখানে অভিযান পরিচালনা করা যায় না। সোনাদিয়া ও আশেপাশের এলাকার ম্যানগ্রোভ বনাঞ্চল জবরদখল থেকে রক্ষায় সোনাদিয়া দ্বীপে স্থায়ী বিট অফিস স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসামান্য বৃষ্টিতেই হাঁটুপানি রাঙ্গুনিয়া লিচু বাগান