বোয়ালখালীর আ. লীগ নেতা সঞ্জয় ভঞ্জ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৩০ পূর্বাহ্ণ

নগরের সদরঘাট থেকে সঞ্জয় ভঞ্জ নামে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টায় সদরঘাট এলাকার মুন স্টার নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সঞ্জয় ভঞ্জ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক। এছাড়াও, কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

সদরঘাট থানার ওসি আব্দুর রহিম জানান, গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার তথ্য যাচাইবাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমাটির নিচে লুটের টাকা
পরবর্তী নিবন্ধএনজিও ভাবনা থেকে বেরিয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করতে হবে : প্রধান উপদেষ্টা