পারভেজের রেকর্ড সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:২৫ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত সফরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল শনিবার দু’ম্যাচের টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। জবাবে সংযুক্ত আরব আমিরাত ২০ ওভারে সব উইকেট খুঁইয়ে ফেলে ১৬৪ রানে।

জবাব দিতে নেমে ভালোই লড়েছে আরব আমিরাত। রান তাড়ায় নেমে ওপেনার মোহাম্মদ জোহাইবকে () হারায় আমিরাত। এরপর তিনে নামা আলিসান শারাফু স্রেফ ১ রান করে বিদায় নেন। শুরুর এই ধাক্কা দ্রুত সামলে নেন মোহাম্মদ ওয়াসিম। তাকে সঙ্গ দেন রাহুল চোপড়া। তৃতীয় উইকেটে তারা গড়েন ৬২ রানের জুটি। ওয়াসিমকে বিদায় করে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ৩৯ বলে ৫৪ রান করে ফেরেন আমিরাত ওপেনার। নিজের পরের ওভারে রাহুলকেও ফেরান সাকিব। ২২ বলে ৩৫ রান করেন আমিরাতের এই ব্যাটার। এরপর আসিফ খান ছাড়া কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ২১ বলে ৪২ রান করা আসিফ শিকার হন হাসান মাহমুদের। ৩ উইকেট শিকার করেন এই পেসার ৩৩ রানে। এছাড়া দুটি করে উইকেট নেন মোস্তাফিজ, তানজিম সাকিব ও মাহেদি হাসান। স্পিনার তানভীর ইসলাম পান ১টি উইকেট।

এর আগে নতুন টিটোয়েন্টি অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে অনেকটা নতুন চেহারার একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সৌম্য সরকারনাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান দেন তিনি। ৫৩ বলে করেন সেঞ্চুরি। যা বাংলাদেশের হয়ে দ্রুততম। আর এতে করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা আরব আমিরাতের বিপক্ষে টিটোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এদিন বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন। প্রথম ওভারেই চারছক্কা হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন তামিম। তবে সাজঘরে ফিরেন উইকেটে থিতু হওয়ার আগেই। দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মতিউল্লাহ খান। সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তামিম। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১০ রান এসেছে এই ওপেনারের ব্যাট থেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ একটি ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের অধিনায়ক। ৮ বলে ১১ রান করেন তিনি।

পাওয়ার প্লে’তে বাংলাদেশ করে দুই উইকেটে ৫৫ রান। এরপর তাওহিদ হৃদয়জাকের আলিরা শুরু পেলেও উইকেটে থিতু হতে পারেননি। এছাড়া লোয়ার মিডল অর্ডারে শেখ মেহেদিশামিম পাটোয়ারীরা ব্যর্থ হন। এক প্রান্তে ব্যাটারদের আসাযাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৫৪ বলে ১০০ রানে। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে। এর পরের পঞ্চাশ রান করেছেন ২৫ বলে। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার। যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আমিরাতের হয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ। ম্যাচ সেরা হন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। আগামী ১৯ মে এই দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধস্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা, কলেজছাত্রের মৃত্যু