সীতাকুণ্ড ৩৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার, বোট জব্দ

নৌ পুলিশের অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৩৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কুমিরা নৌ পুলিশের অভিযানে মিয়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত কাঠের বোটও জব্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে কুমিরা নৌপুলিশ। জানা গেছে, গত বুধবার পাহাড়তলী খেজুরতলা ট্রলার ঘাটস্থ সাগর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ওয়ালী উদ্দিন আকবর এর নেতৃত্বে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৪০ বস্তা ইউরিয়াসহ একটি কাঠের বোট আটক করা হয়। পুলিশ পরিদর্শক মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, চট্টগ্রাম আনোয়ারা থানাধীন কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি) সার কারখানা হতে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন) কর্তৃক ক্রয়কৃত ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে (বার্মা) পাচারের উদ্দেশ্যে একটি ট্রলার কাট্টলি খেজুরতলা ট্রলার ঘাটে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বোটে থাকা অন্যান্য লোকজন পালিয়ে যায়। এতে এফ.বি আবদুর রহমান১ নামে ইঞ্জিন চালিত পুরাতন কাঠের বোটের দুইটি বঙের ভিতরে রাখা ৩৪০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

এ ঘটনায় শুক্রবার (১৬ মে) রাতে আব্দুল করিম ও জসীম উদ্দিনসহ তাদের অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায়) নগরীর পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ইউরিয়া সারের মূল্য ৪ লক্ষ ৫৯ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধএ বছরের এডিপি হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার, এনইসি বৈঠক আজ
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে