চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের প্রস্তুতি বৈঠক

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদ গঠন উপলক্ষে এক প্রস্তুতি বৈঠক গত ১২ মে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিজিএমই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে বৈঠকে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ কথাসাহিত্যিক অধ্যাপক হায়াত হোসেন, সমাজবিজ্ঞানী ড. এ এফ এম ইমাম আলি, ভাষাবিজ্ঞানী ড. মো. আবুল কাসেম, শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, লেখক শিক্ষাবিদ ড. নুরুল আমিন, শিক্ষাবিদ ড. এম এ গফুর, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি সাহিত্যিক ওমর কায়সার, কবি হোসাইন কবির, প্রাবন্ধিক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, সাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাসেম, অ্যাকাউন্টিং এন্ড ফিন্যাস বিভাগের অধ্যাপক ড. সালেহ জহুর চৌধুরী, . আদনান মান্নান, . উদিতি দাশ সোমা, . মো. মোরশেদুল আলম, . শারমিন মুস্তারী, ফারিহা জেসমিন ইসলাম, . উজ্জ্বল কুমার দেব, কবি ইউসুফ মুহম্মদ, পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. নারায়ন বৈদ্য, মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, হুলাইন সালেহ নূর কলেজের সাবেক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, ইউএসটিসির রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, প্রাবন্ধিককলামিস্ট মুহাম্মদ মুসা খান, . শামসুদ্দীন শিশির, . আজাদ বুলবুল, . প্রণব কুমার চৌধুরী, . শ্যামল কান্তি দত্ত, . সেলিম জাহাঙ্গীর, প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, বিএড কলেজ চট্টগ্রামের উপাধ্যক্ষ দিলরুবা আক্তার চৌধুরী, কথাসাহিত্যিক নাসের রহমান, প্রাবন্ধিক মৃণালিনী চক্রবর্তী, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, প্রাবন্ধিক শাকিল আহমদ, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল হক, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, কলামিস্ট শঙ্কর প্রসাদ দে, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি জিন্নাহ চৌধুরী, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, লেখক রূপক কুমার রক্ষিত, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, লেখক নাসিম আখতার রীনা, লেখক সাইয়্যেদা জয়নাব শিউলী, কবি সাংবাদিক ইসমাইল জসীম, কবি জি এম জহির উদ্দীন, লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, কবিচিত্রশিল্পী সৈয়দা করিমুননেসা, কবি মারজিয়া খানম সিদ্দিকা, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক প্রাবন্ধিক আবসার মাহফুজ, দৈনিক আজাদীর সিনিয়র সহ সম্পাদক প্রাবন্ধিক রেজাউল করিম, প্রাবন্ধিক পিংকু দাশ, কবি সুলতানা নীলুফা, কবি রোকেয়া হক, প্রাবন্ধিক ইকবাল হায়দার, কবি নিশাত হাসিনা শিরিন, কবি শেখ মঈনুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার নীলুফার কলেজের অধ্যক্ষ এস এম ওমর ফারুক, কবিশিশুসাহিত্যিক আল জাবেরী, কবি নাট্যজন সনজীব বড়ুয়া, কবি নিবেদিতা বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা লেখক সাইফুদ্দিন আহমদ সাকী, কবি জাবীদ মাইনুদ্দীন, প্রাবন্ধিক অনুবাদক কামরুল আনোয়ার চৌধুরী, গল্পকার শিউলী নাথ, লেখক দিলরুবা খানম, কবি কৌশিক রেইন, কবি সুলতানা বেগম, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, প্রকাশক শাহ আলম নিপু, লেখক মুহাম্মদ নাজিম উদ্দিন, লেখক বদিউল আলম রিজভি, শিশুসাহিত্যিক অপু চৌধুরী, কবি মাহবুবা চৌধুরী, লেখক আদনান তাহসিন আলমদার, কবি নিলুফা ইয়াসমিন জয়িতা প্রমুখ। লেখক রাশেদ রউফএর সঞ্চালনায় বৈঠকে বৃহত্তর পরিসরে একটা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকশিক্ষাথীযাঁরা লেখালেখির সঙ্গে যুক্ত, তাঁরা যোগ দিতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই সড়কে পথচারীদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ
পরবর্তী নিবন্ধশিপিং প্রফেশনালস ক্লাব চট্টগ্রামের যাত্রা শুরু