নাইনটিজ উইলোস এবং চিটাগাং মাস্টার্সের দ্বিতীয় জয়

মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক  | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিেয়শন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে নাইনটিজ উইলোস এবং চিটাগাং মাস্টার্স। চট্টগ্রাম জেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নাইনটিজ উইলোস ১০৬ রানের বিশাল ব্যবধানে কুল ওয়ারিয়র্সকে পরাজিত করে। এটি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং মাস্টার্স ৭ উইকেটে আগ্রাবাদ মাস্টার্সকে পরাজিত করে। টুর্নামেন্ট এটি চিটাগাং মাস্টার্সেল দ্বিতীয় জয়। গ্রুপের পরের ম্যাচে চিটাগাং মাস্টার্স এবং নাইনটিজ উইলোসের মধ্যকার ম্যাচে বিজয়ী দল খেলবে ফাইনালে।

দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে নাইনটিস উইলোজ। নাজিম উদ্দিনের দুর্দান্ত হাফ সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে নাইনটিস উইলোজ। নাজিম উদ্দিন ৫০ বলে করেন ৭৮ রান। মেরেছেন ৬টি চার এবং ৫টি ছক্কা। এটি তার টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এছাড়া ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন নিয়াজ উদ্দিন জকি। তিনি ৩টি চার এবং ৫টি ছক্কা মেরেছেন। এছাড়া মিঠু ১৫, আরাফাত ১১ এবং সবুজ করেন ১৩ রান। জবাবে ব্যাট করতে নামা কুল ওয়ারিয়র্স ১৪.২ ওভারে ৮৩ রান করে অল আউট হয়ে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন শামীম। এছাড়া মাহফুজুল ১৬, জুনায়েদ ১১, আসাদুল করেন ১৯ রান। নাইনটিস উইলোজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ইমাম হোসেন, ইয়াসির আরাফাত, সবুজ এবং জকি। ব্যাটেবলে অল রাউন্ড নৈপূন্য প্রদর্শন করায় নাইনটিস উইলোজের নিয়াজ উদ্দিন জকি ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন। দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে আগ্রাবাদ মাস্টার্স। কিন্তু শুরু থে কেই তারা উইকেট হারাতে থাকে। বিশেষ করে পিপলু দে এর ঘুর্ণির মুখে পড়ে মাত্র ৮৯ রানে অল আউট হয় আগ্রাবাদ মাস্টার্স। দলের পক্ষে ২১ বলে ৩১ রান করেন সুমন শাহ। এছাড়া ইকরাম ১২, ফায়িম ১৯ রান সংগ্রহ করে। চিটাগাং মাস্বটার্সের পক্ষে পিপলু দে হ্যাটট্রিক সহ ১৯ রানে ৪ উইকেট লাভ করে। টুর্নামেন্টে এটি প্রথম হ্যাটট্রিক। জবাবে ব্যাট করতে নেমে চিটাগাং মাস্টার্স ২৬ রানে ৩ উইকেট হারালেও শাবিবুল আজম এবং জাহেদুল ইসলাম মিলে ১৬.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। দলের পক্ষে শাবিবুল আজম ৪৩ বলে ৪০ এবং জাহেদুল ইসলাম ২৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তবে ম্যাচ সেরা হয়েছেন বল হাতে ৪ উইকেট নেওয়া পিপলু দে। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শওকত হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী ফুটবল একাডেমির জয়
পরবর্তী নিবন্ধনেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ