রাঙ্গুনিয়ার পোমরা তাহেরিয়া মাদ্রাসায় সালানা জলসা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও খাজা গরীব নেওয়াজ জাহেদা বেগম হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটি ও মাদ্রাসা উন্নয়ন কমিটির আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও মাদ্রাসার সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মাঠে গত সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদূর রহমান। এতে মেহমানে আ’লা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সাবেক মহাসচিব মুহাম্মদ শাহাজাদা ইবনে দিদার। প্রধান ওয়ায়েজ ছিলেন রানীর হাট আল আমিন ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। মাদ্রাসার সুপার মাওলানা মুছলেহ উদ্দিন জাবেদের সঞ্চালনায় অতিথি ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফাতুন নূর, জামেয়া নঈমীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম, জোনাইদুল আলম চৌধুরী, মোজাহেরুল হক রফিক, মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা মধ্যমদক্ষিণের সভাপতি নূর মোহাম্মদ মেম্বার প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হৃদম সংগীত নিকেতনের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ জীবিকার বিকল্প পথ সৃষ্টি করেছে : পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা