হাটহাজারীতে হৃদম সংগীত নিকেতনের বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংগীত শিক্ষা কেন্দ্র হৃদম সংগীত নিকেতনের বার্ষিক পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সংগীত মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজের কুসংস্কার দূরীকরণে সংগীতের ভূমিকা সীমাহীন গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথ সম্পৃক্ত করে তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে পারলে সমাজ আলোকিত হবে। গতকাল শুক্রবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নির্মল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন গৌবিন্দ প্রসাদ মহাজন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, শিক্ষক পিম্পু বড়ুয়া ও অজয় কুমার সেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগীত নিকেতনের পরিচালক বিপ্লব চক্রবর্তী। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫টি চোরাই ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পোমরা তাহেরিয়া মাদ্রাসায় সালানা জলসা