শিল্পকলায় ৯ দিনব্যাপী নাট্যসম্ভার উদ্বোধন

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজন

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে গতকাল শুক্রবার শুরু হয়েছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব নাট্যসম্ভার। ‘একসাথে বাঁচি, একসাথে বলিমঞ্চ আমাদের শক্তি’এই প্রত্যয় নিয়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সহসভাপতি শুভ্রা বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি খালেদ হেলাল, নাট্যজন শিশির দত্ত, . সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, তাপস শেখর, মনসুর মাসুদ, রুপেশ কান্তি দে, আলোক মাহমুদ, মিশফাক রাসেল ও ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্‌ আলম।

উদ্বোধনী দিনে নাট্যসংগঠন অ্যাঁভাগার্ড পরিবেশন করে নাটক ‘ফায়ার’। সুমন টিংকুর রচিত ও শামসুল কবির লিটনের নির্দেশিত এই নাটকে অভিনয় করেন রহিমা খাতুন লুনা, শামসুল কবীর লিটন ও সুমন টিংকু। আজ শনিবার নাট্য সম্ভারের ২য় দিনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে নাটক ‘ফায়ার’।

নতুন দর্শক সৃষ্টি, নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের উদ্যোগে এই আয়োজন। নাটকের টিকেট প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রায়’ সংগ্রাম জোরদারের বার্তা
পরবর্তী নিবন্ধইসলামী শ্রমনীতি সকল মানুষের অধিকারের গ্যারান্টি দেয়