মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর লাশ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

চন্দনাইশের বদুরপাড়া রাস্তারমাথা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। তার নাম কুসুম আকতার (৪০)। খবর পেয়ে গতকাল রাত ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বদুরপাড়া রাস্তার মাথা সংলগ্ন কালভার্টের পাশে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া কুসুম আকতার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এলাহাবাদ সওদাগর বাড়ির সুরত আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানান তার মামা হাছি মিয়া।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জামায়াত কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন