যুদ্ধ নয় শান্তি চাই

| শনিবার , ১৭ মে, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বিভিন্ন ধর্মের শ্রেষ্ঠ মানবরা মানব হত্যা নিষিদ্ধ করেছে। হত্যা করলে কঠোর শাস্তির বিধান রেখেছে। অথচ আজ বিশ্বে অধিকাংশ মানুষ নারী পুরুষ শিশু বিনা চিকিৎসায় খাদ্যের অভাবে মারা যাচ্ছে। উন্নত দেশগুলোকে এমনি অস্ত্র তৈরি করেছে কয়েক সেকেন্ডে, কয়েক মিনিটে, কয়েক ঘণ্টায় অমানবিকভাবে মানুষ পশু, পাখি, হত্যা নিধন করবে। সেই হত্যায় বিশ্বের উন্নত দেশগুলো নেমেছে। এই অস্ত্র ক্রয় করতে কয়েক হাজার কোটি ডলার, রিয়াল নষ্ট হয়। ঐ টাকা দিয়ে বিশ্বের অর্ধহারে মানুষগুলোর খাদ্য বাসস্থানের ব্যবস্থা করা যেতো। তাই যুদ্ধ নয়, শান্তি চাই।

এম এ সালাম

পাহাড়তলী, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধবুলবুল চৌধুরী : উপমহাদেশের কিংবদন্তি নৃত্যপরিচালক
পরবর্তী নিবন্ধমনে পড়ে