কাপ্তাই সড়ক ৪ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক ৪ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে সাত সংগঠন। গত সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৩ সালে স্থাপিত চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দেশের অন্যতম আধুনিক সড়ক। একমাত্র কাপ্তাই সড়ক স্থাপনকালে গুরুত্ব বিবেচনায় এই সড়কের উভয় দিক ৩০৪০ ফুট ভূমি অধিগ্রহন করা হয়। কিন্তু দুঃখের বিষয় স্থাপনের ৫৫ বছর অতিবাহিত হলেও সড়কটি ৪ লেন উন্নীত করা হয়নি। ভূমি অধিগ্রহনে কোটি কোটি টাকা নয় ছয় করা যাবে না বলে পতিত সরকার এই সড়কের উন্নয়ন করেনি। ভূমি অধিগ্রহন করে চট্টগ্রাম রাঙামাটি ৪ লেনে উন্নীত করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম কাপ্তাই সড়কে ভূমি অধিগ্রহন থাকা সত্ত্বেও সড়কটির উন্নয়ন করা হয়নি। সম্প্রতি ৫০ কোটি টাকা দিয়ে উভয় দিকে পাঁচ থেকে সাত ফুট বড় করা হচ্ছে। যা সড়ক ব্যবহারকারীদের কোন কাজে আসবে না। তাই অচিরেই এই সড়কটি ৪ লেনে উন্নীত করার ঘোষণা দেয়ার দাবি জানানো হয়। অন্যতায় বৃহত্তর আন্দোলন করবে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তব্য রাখেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আহবায়ক অধ্যাপক কুতব উদ্দিন বাহার, সড়ক উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ,সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদ, নুরুল ইসলাম আজাদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহনকারী সংস্থা হচ্ছে, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া শাখা, চট্টগ্রাম সড়ক উন্নয়ন কমিটি, সড়ক উন্নয়ন কমিটি ইউনিট ৪,সড়ক উন্নয়ন কমিটি ইউনিট ৩, সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটি, কাপ্তাই সড়ক উন্নয়ন কমিটি পোমরা ইউনিয়ন শাখা, মানবাধিকার বাস্তবায়ন কমিশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে মাটি কাটায় পটিয়ায় তিনজনকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ