লোহাগাড়ায় বাসের সাথে একটি ডাববাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ডাববাহী পিকআপটি উল্টে যায়। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী যাত্রীবাহী স্লিপার বাসের সাথে বিপরীতমুখি ডাববাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি উল্টে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় গাড়ির সম্মুখভাগ। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।