চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি ১–০ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করে। খেলার শুরু থেকে দু দলই আক্রমন এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু কোন দলই গোল করতে পারছিলনা। প্রথমার্ধে দুদল একাধিক সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য কাটে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা বিরাজ করে। এই অর্ধেও গোলের দেখা পায়নি কোন দলই। ফলে কেলা গড়ায় অতিরিক্ত সময়ে। উভয় অর্ধে পাঁচ মিনিট করে দশ মিনিটে অতিরিক্ত সময়ের খেলার বিধান রাখা হয়। এই অতিরিক্ত সময়ের প্রথম পাঁচ মিনিটও কেটে যায় সমতায়। খেলাটি যখন নিশ্চিতভাবেই টাইব্রেকারের দিকে গড়াচ্ছে বলে ধরে নিয়েছিল সবাই ঠিক তখনই মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমিকে দারুন জয় এনে দেয় রাব্বি হোসেন। খেরার এক মিনিটের মত বাকি তখন। ডি বঙের বাইরে থেকে দারুন এক শটে গোল করে উল্লাসে মাতায় শোবনিয়া ফুটবল একাডেমিকে। বাকি সময়ে আর খেলায় ফিরতে পারেনি পাঠানটুলি ফুটবল একাডেমি। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে শোবনিয়া ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলদাতা রাব্বি হোসেন। তার হাতে পুরষ্কার তুলে দেন পাঠানটুলি ফুটবল একাডেমির কোচ আনিসুর রহমান। আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনালে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি মুখোমুখি হবে পটিয়া আবদুস সোবহান ফুটবল একাডেমির।