২০ মে চট্টগ্রাম স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে চায় বাফুফে

তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং হামজাদের ম্যাচ আয়োজন

ক্রীড়া প্রতিবেদক  | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুটি নারী আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং হামজাসামিতদের একটি ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর সে লক্ষ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সংস্কার কাজটাও শুরু করতে চায় দ্রততম সময়ের মধ্যে। আগামী ২০ মে থেকে সংষ্কার কাজ শুরু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ সময় খুব বেশি নাই। আগামী ১১ থেকে ২১ জুলাই সাফ অনূর্ধ্ব২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং ২ থেকে ১০ আগস্ট এএফসি অনূর্ধ্ব২০ নারী এশিয়া এশিয়া কাপের বাছাই পর্ব আয়োজন করতে চায় বাফুফে। এছাড়া ২০২৭ এশিয়া কাপ বাছাই পর্বের বাংলাদেশ এবং হংকং এর মধ্যকার ম্যাচটিও এই স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে হামজা চৌধুরী, সামিত সোম এবং ফাহেমেদুল ইসলামরা খেলবেন বাংলাদেশ দলের জার্সি গায়ে। এই আন্তর্জাতিক ফুটবল আসরগুলোর জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে তৈরি করতে সময় দরকার। আর সে জণ্য আগামী ২০ মে খেতে কাজ শুরু করতে চায় বাফুফে। আর সে লক্ষ্যে আগামীকাল ১৭ মে শনিবার বাফুফের একটি প্রতিনিধি দল আসছে চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে। আর সে জন্য বাফুফে সাধারন সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত একটি চিটি গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে বাফুফে কর্মকর্তাদের পরিদর্শনকালে যেন সার্বিক সহযোগিতা করা হয়।

এদিকে দুটি আন্তর্জাতিক ফুটবল আসর এবং এশিয়া কাপের বাছাই পর্বের একটি ম্যাচ আয়োজনের জণ্য ব্যাপক সংষ্কার কাজ করা হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। শুধু তাই নয় এধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের ভাবমূর্তিও বৃদ্ধিাপাবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। তাছাড়া হামজাসামিতদের ম্যাচ আয়োজনের ফলে তার একটা প্রভাব চট্টগ্রামের ফুটবলেও পড়বে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। গত বেশ কিছুদিন ধরে বাফুফের নিকট চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ২৫ বছরের জণ্য বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে আন্দোলন করে আসছিল চট্টগ্রামের ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা। তারই পরিপ্রেক্ষিতে ১১ মে বাফুফে কর্মকর্তা এবং চট্টগ্রামের সিটি মেয়র, জেলা প্রশাসক এবং ক্রীড়া সংগঠকদের এক যৌথ সভায় ২৫ বছরের বরাদ্দের পথ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন বাফুফে কর্মকর্তারা। কিন্তু তারা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট গুলো চট্টগ্রামেই আয়োজন করতে চায়। তারই প্রেক্ষিতে দ্রুত স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে চায় বাফুফে। এরই মধ্যে এএফসি এবং বাফুফে কর্মকর্তারা এক দফা পরিদর্শন করে গেছেন স্টেডিয়ামটি। এবার চুড়ান্তভাবে আরো এক দফা পরিদর্শনে আসছে বাফুফে কর্মকর্তারা আগামীকাল শনিবার।

গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাধিক গুরুত্বপূর্ন সাব কমিটির সদস্য মনজুর আলম মঞ্জু জানিয়েছেন হামজাদের ম্যাচ চট্টগ্রামে আয়োজন করতে পারাটা হবে বিশাল একটি ব্যাপার। এছাড়া আরো দুটি টুর্নামেন্টও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ফুটবলের জন্য। এই আন্তর্জাতিক ম্যাচগুলো আয়োজনের জন্য আমাদের সহযোগিতা করা উচিত। আর এই ম্যাচ গুলোকে উপলক্ষ্য করে চট্টগ্রাম স্টেডিয়ামের যে ব্যাপক উন্নয়ন সাধিত হবে সেটাও অনেক বড় প্রাপ্তি হবে চট্টগ্রাম এবং চট্টগ্রামের ফুটবলের জন্য।

পূর্ববর্তী নিবন্ধপিএসএল ও আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি গঠন