১৬০ বোয়িং বিমান কিনছে কাতার এয়ারওয়েজ

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরের সময় দেশটির রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ মার্কিন কোম্পানি বোয়িংকে ১৬০টি উড়োজাহাজ সরবরাহের আদেশ দিয়েছে, পাশাপাশি আরও ৫০টি কিনতে পারে বলে জানিয়েছে। খবর বিডিনিউজের।

বুধবারের এই ক্রয়াদেশ বোয়িংয়ের দুই ইঞ্জিনের ওয়াইডবডি টুইনআয়ল জেট বিমানের জন্য করা সবচেয়ে বড় চুক্তি, জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের ৭৭৭এঙ এবং ৭৮৭ উড়োজাহাজের সঙ্গে জিই এয়ারোস্পেসের জিই.এন ইঞ্জিনের জন্য দেওয়া এই ক্রয়াদেশ ৯ হাজার ৬০০ কোটি ডলারের।

রয়টার্স লিখেছে, যদিও এই উড়োজাহাজগুলো সরবরাহে কয়েক বছর লেগে যাবে তারপরও এটি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের হাই প্রোফাইল সফরের একটি বড় অর্জন। এটি বোয়িং ও তাদের সবচেয়ে বড় ইঞ্জিন সরবরাহকারী জিইর জন্যও বড় ধরনের জয় হয়ে এসেছে।

এসব উড়োজাহাজ বিক্রির মাধ্যমে তাদের বিলিয়ন ডলারের ব্যবসা আরও সমপ্রসারিত হবে। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কোম্পানি এয়ারবাস, যারা রোলসরয়েসের ইঞ্জিন ব্যবহার করে, পারস্য উপসাগরীয় অঞ্চলের মতো বিশ্বের উষ্ণতম জলবায়ুগুলোতে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ সমস্যায় ভুগে।

বোয়িং কোম্পানির তথ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ যে ১৬০টি উড়োজাহাজ সরবরাহের আদেশ দিয়েছে সেগুলোর ১৩০টি ৭৮৭ আর বাকি ৩০টি ৭৭৭এক্স মডেলের। এর পাশাপাশি আরও ৫০টি দীর্ঘ পাল্লার উড়োজাহাজ ক্রয় করতে পারে বলে জানিয়ে রেখেছে। এই চুক্তির পরপরই নিউ ইয়র্কে বোয়িংয়ের শেয়ার দর শূন্য দশমিক ৬ শতাংশ এবং জিই এয়ারোস্পেসের শেয়ারের দর শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পায়। ৭৮৭ উড়োজাহাজগুলোর জন্য কাতার রোলস রয়েসের ট্রেন্ট ১০০০ এর বদলে জিই এয়ারোস্পেসের জিইএনঙ ইঞ্জিন বেছে নেয়।

পূর্ববর্তী নিবন্ধভারতের মণিপুরে সেনা অভিযানে ১০ সশস্ত্র বিদ্রোহী নিহত
পরবর্তী নিবন্ধশান্তি আলোচনায় ডামি প্রতিনিধিদল পাঠিয়েছে রাশিয়া