শিল্পকলায় ৯ দিনব্যাপী নাট্যসম্ভার শুরু আজ

চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের আয়োজন

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

একসাথে বাঁচি একসাথে বলি মঞ্চ আমাদের শক্তি’ শিরোনামে আজ শুরু হচ্ছে চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরাম আয়োজিত ৯দিন ব্যাপী নাট্যসম্ভার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই নাট্যসম্ভারে আজ উদ্বোধনী দিনে অ্যাঁভাগার্ড পরিবেশন করবে নাটক ‘ফায়ার’। সুমন টিংকু রচিত ও শামসুল কবির লিটন নির্দেশিত এই নাটকটি আগামীকাল শনিবার একই সময়ে একই মঞ্চে মঞ্চস্থ হবে। ‘ফায়ার’ নাটকে সমাজের সংকট, দ্রোহ ও মানবিক মূল্যবোধকের উৎসারণ লক্ষণীয়। নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের এই নাট্য সম্ভারে ১৮ মে প্রসেনিয়াম ‘সারারাত্তির’, ১৯ মে অরিন্দম নাট্য সমপ্রদায় ‘কবি’, ২০ মে কথক থিয়েটার ‘অস্পৃশ্য’, ২১ মে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম ‘অন্তর্দাহ’, ২২ মে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম ‘ইজ্জত’, ২৩ মে নাট্যাধার পণ্ডিত বিহার বিশ্ববিদ্যলয় ও ২৪ মে নাট্যসম্ভারের সমাপনী দিনে উত্তরাধিকার ‘ফুলকুমারী’ নাটক মঞ্চস্থ করবে। টিকিট নাটক শুরুতেই পূর্বে কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী শাহজাহানের একক গজল পরিবেশন
পরবর্তী নিবন্ধআজীবন সম্মাননা পাচ্ছেন শিবলী-নীপা