চট্টগ্রাম সংগীত ভবনের অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় বনবিথী সেনগুপ্তার মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১০ মে চট্টগ্রাম অলিয়স ফ্রসেসে মিলনায়তনে সংগীতের আসরের আয়োজন করা হয়। এতে খ্যাতিমান গজলশিল্পী শাহজাহান খান গজল পরিবেশন করেন। একাধারে গজল ও ঠুমরী গেয়ে শ্রোতারদের মুগ্ধ করেন তিনি। শাহজাহান খান সংগীত ভবনের পরিচালক কাবেরি সেনগুপ্তা ও সাধারণ সম্পাদক নুর নবী মিরনকে সংগীতের আসর আয়োজনের মাধ্যমে সংগীতের পৃষ্ঠপোষকতার জন্য সাধুবাদ জানান। অনুষ্ঠানে সংগীত ভবনের বেশ কয়েকজন ছাত্র–ছাত্রী সুললীত কন্ঠে ঠুমরী ও গজল পরিবেশন করেন। এতে উপস্থিত ছিলেন মন্দিরা চৌধুরী, দীপ্ত মল্লিক প্রিয়ম ও সাদিয়া কবীর প্রমুখ শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।